রাজশাহীর তানোরে গভীর নলকূপের প্রায় ৫০ ফুট ভেতরে পড়ে যাওয়ার ২৮ ঘণ্টা পেরিয়ে গেলেও দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ৪৫ ফুট গভীরে গর্ত খোড়া হয়েছে
আরও নিচের দিকে নামতে শুরু করেছেন ফায়ার ফাইটাররা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, ৪৫ ফুট গর্ত খোড়া হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হেঁটে যাওয়ার সময় গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। ঘণ্টাখানেকের মধ্যেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এখন ৮টি ইউনিট কাজ করছে। কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টাও করেন তারা। এছাড়া, এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর চলে মাটি খননের কাজ।
