কালকিনি–ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সরকারি সমন্বয় ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফজলুল হক ব্যাপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, পরিবার পরিকল্পনার কর্মকর্তা আব্দুর রহমান, কালকিনি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, শিক্ষক হরিপদ দাশ, সাবেক মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার আবদুল জলিল ও বীর মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্মমভাবে শহীদ হওয়া দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিচারণ করেন এবং তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
