পটুয়াখালীর জেলার দুমকীর উপজেলার অটোচালক শাকিব ( ১৮) মরদেহ বাকেরগঞ্জের বোয়ালিয়া থেকে উদ্ধার।
১৮ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টার দিকে উপজেলার বরিশাল – পটুয়াখালী মহাসড়কের বোয়ালিয়ার কাঠের পোল নামক স্হানে স্হানীয় লোকজন একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত শাকিব (১৮) পটুয়াখালীর দুমকী উপজেলার ৫ নং শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবয়রা গ্রামের মোঃ জসিম হাওলাদারের একমাত্র ছেলে।

নিহতের বাবা জানান, কিছু দিন আগে তার ছেলেকে এনজিও থেকে একটি নতুন ব্যাটারী চালিত অটো গাড়ী ও একটা স্মার্ট ফোন কিনে দেন।
১৭ ডিসেম্বর বুধবার প্রতিদিনের মত রোজগারের উদ্দেশ্যে নিহত শাকিব অটোগাড়ি নিয়ে রাস্তায় বের হন। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তুু শাকিব বাড়ি ফিরে না এলে রাতে দুমকী উপজেলা সহ আশপাশের বিভিন্ন স্হানে খোজাখুজি করেন, অপর দিকে শাকিবের মোবাইল ফোনটিও বন্ধ থাকায় দুশ্চিন্তায় পরে পরিবারের লোকজন। অতঃপর তারা দুমকী থানা পুলিশের দারস্থ হয়ে একটা সাধারণ ডায়েরি করেন।
অতঃপর পরদিন আনুমানিক সকাল ১০ টার দিকে সোস্যাল মিডিয়া ( ফেসবুকের) লাইভের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে বাকেরগঞ্জের বোয়ালিয়ার কাঠের পোল নামক স্হানে একটা যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে পরিবারের লোকজন এসে দেখে লাশটা তাদের ছেলে শাকিবের লাশ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার একেএম সোহেল রানা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পক্রিয়াধীন আছে।
