আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় লুৎফুন নেছা মহিলা হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার জিন্দাবাদ উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব নুরুজ্জামান ভূঁইয়া নিজ উদ্যোগে তার মা লুৎফুন নেছার নামে বেলুহার গ্রামের কাজিরহাট-রত্নপুর সড়কের পাশে মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
শুক্রবার জুম্মার মাদ্রাসা চত্বরে আলহাজ্ব নুরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে লুৎফুন নেছা মহিলা হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ত্র্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এস পিএবি’র সভাপতি মোঃ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল করিম ভূঁইয়া, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, চাঁদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাইফুর রহমান কচি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী হোসেন স্বপন ভূঁইয়া, যুবদল নেতা মোঃ সোহাগ ভূঁইয়াসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
লুৎফুন নেছা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় মক্তব বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, হিফজ রিভিশন বিভাগে মেয়েদের আবাসিক-অনাবাসিক শিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বেলুহার এলাকাবাসী ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। লুৎফুন নেছা মহিলা মাদ্রাসা প্রধান অতিথি উদ্বোধন ঘোষণা শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন বেলুহার ভূইয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো.রইচ উদ্দিন ভুইয়া।
