More

    আমতলীতে পরিত্যাক্ত ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলিসহ আটক ৪

    অবশ্যই পরুন

    আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামসে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

    আটক ৪ জনকে আদালতে সোপর্দ করলের জুয়েল নামে একজনকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠান। আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পরিত্যাক্ত ভবন রয়েছে।

    ওই ভবন ভেঙে ইট ট্রলি বোঝাই করে নিয়ে যাচ্ছিল সজিব, মো. বশির, মো. দেলোয়ার হোসেন ও মো. জুয়েল মৃধা নামে ৪ জন। এ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ইট বোঝাই ট্রলিসহ ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান শুনানি শেষে মো. জুয়েলকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন এবং অন্যদের জামিনে মুক্তি দেয়া হয়।

    বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশ আমতলী উপজেলায় কর্মরত সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম বলেন এঘটনায় আদালতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভবন ভেঙে ইট চুরির সময় ট্রলিসহ ৪ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

    আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, এ বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অপারেশন ডেভিল হান্টঃ ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়ন আ’লীগ সভাপতি শংকর মুখার্জী কারাগারে

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’–এর আওতায় ঝালকাঠির সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী...