বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে মানুষের পুরনো মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতের ঘটনা, নগরীর সিএন্ডবি রোডে টিটিসির খেলার মাঠে ঘটে। স্থানীয়রা জানায়, কয়েকজন শিশু মাটি খুঁড়ছিলো। হঠাৎ মানুষের মাথার খুলি বের হওয়ায় তারা চিৎকার শুরু করে।
আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে খুলিটি উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম জানান, খুলিটি বহু পুরনো এবং এটি ফরেনসিক টিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
