More

    বরিশালে দুইজনের মনোনয়ন বাতিল, স্থগিত দুইজন

    অবশ্যই পরুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় ৬টি আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। বরিশাল সংসদীয় ৪, ৫ ও ৬ আসনের মধ্যে বরিশাল-৫ (সদর) আসন থেকে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বরিশাল সদর আসনে একজন ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।

    শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশালের তিনটি সংসদীয় আসনে ২১ প্রার্থীর মনোনয়ন বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খাযরুল আলম সুমন জানান, বাতিল হওয়া দুইজনের মধ্যে বরিশাল সদর আসনে খেলাফত মজলিশের প্রার্থী একে এম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা ও ২১ নম্বর পাতা পূরণ না করায় বাতিল করা হয়।

    একই আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের দেওয়া ভোটার তালিকা ও প্রস্তাব, সমর্থনকারীর তথ্য সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া আয়কর রিটার্ন সার্টিফিকেট না থাকা, ১০ বি ফরম যুক্ত না থাকা ও ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ আসনের মুসলীম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস এবং হলফনামায় স্বাক্ষর না থাকা ও অঙ্গীকার নামায় অসঙ্গতি থাকায় বরিশাল সদর আসনের বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়।

    বাকি ১৭ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) বরিশাল ১, ২ ও ৩ সংসদীয় আসনের মনোনয়ন বাছাই করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পর্যটনকে ঘিরে কুয়াকাটায় যত বেশি ব্যবসার সম্প্রসার ঘটবে এলাকার তত উন্নয়ন হবে- এবিএম মোশাররফ হোসেন

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী-৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম...