পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে মহিষের লড়াই হওয়ার কথা ছিল।। এজন্য সেখানে দুটি বিশাল দেহের মহিষ হাজির করেন মজিবর ফকির ও সোহেল মীরা।
এ লড়াই দেখতে দূরদূরান্ত থেকে হাজির হন হাজার জনতা। রোববার (৪ জানুয়ারি) ভোরে যুব সমাজ আয়োজনটি সম্পূর্ণ প্রস্তুত করলেও প্রাণিকল্যান আইন অনুসারে কোনো প্রাণীকে লড়াইয়ে প্ররোচিত করা নিষিদ্ধ। তাই এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ঘটনাস্থলে পৌঁছে লড়াইটি বন্ধ ঘোষণা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, প্রাণিক্যাল্লান আইন এর ৬ ধারানুসারে কোনো প্রানীকে লড়াই করার জন্য উত্যপ্ত বা প্ররোচনা করার বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে প্রাণীর লড়াই একটি নিষ্ঠুরতা। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
