More

    বরিশালে আগুনে পুড়ল মাদরাসা, নামাজ পড়তে মসজিদে ছিলেন ৩৫ শিক্ষার্থী

    অবশ্যই পরুন

    বরিশাল সদর উপজেলার একটি মাদরাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সেসময় ৩৫ শিক্ষার্থী ও শিক্ষক নামাজ পড়তে মসজিদে থাকায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকরা পাশ্ববর্তী একটি মসজিদে যান। ওই সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাদরাসাটিতে অগ্নিকাণ্ড ঘটে।

    মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ আদায়ের জন্য পার্শ্ববর্তী একটি মসজিদে অবস্থান করেন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। নামাজ শেষে আগুনের খবর পেয়ে ছুটে এসে দেখেন পুরো মাদরাসা দাউ দাউ করে জ্বলছে। সব মালামাল পুড়ে ছাই হয়েছে।

    তবে ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া...