ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের স্থগিত হওয়া মনোনয়ন পত্র আপীল শুনানীতে বৈধতা পেয়েছে।
এর আগে ২ জানুয়ারি শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থীর অঙ্গীকার নামা না থাকা , এবং হলফনামার প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর না থাকায় ( বাকেরগঞ্জ ৬) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়নটি স্থগিত করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় কাগজপত্র ও ত্রুটি সংশোধন দাখিল সাপেক্ষে তার মনোনয়নটি বৈধতা পেয়েছে।।
উল্লেখ বরিশাল ৬( বাকেরগঞ্জ) সংসীয় আসনে ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে মোট ৬( ছয়) জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে, প্রার্থীরা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, জামায়াতে ইসলামীর মাওঃ মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম, গন অধিকার পরিষদ ( জিওপি)র মোঃ সালাউদ্দিন মিয়া,বাংলাদেশ মুসলিম লীগের আঃ কুদ্দুস, এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল ইসলাম।
এদিকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদারের মনোনয়ন বৈধতা পাওয়ায় তাদের কর্মী সমর্থকের মাঝে বেশ আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
