ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অনুষ্ঠিত হয় মার্চ ফর হাদি। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১২ টায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের সদর রোডে এসে তারা প্রায় দেড় ঘণ্টাব্যাপি অবস্থান করেন।
এরপর হত্যার বিচারের দাবিতে একটি মিছিল বের করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা চৌমাথা হয়ে নথুল্লাবাদে পৌছে। সদর রোডস্থ টাউন হল থেকে ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর হাদি শুরু করেন শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা। এ সময় বক্তারা বলেন, একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়েছি তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির বিচার না হলে তাদেরও একই অবস্থা হবে।
তারা দাবি করেন, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করতে হবে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের এমন কর্মসূচি ধারাবাহিকভাবে চলতেই থাকবে। শুধু তাই নয়, কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
