রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম বেপারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারী) সকালে উপজেলার চাখারের সোনাহার গ্রামের বিএনপি নেতা ফারুক সিকদারের দায়েরকৃত চাঁদাবাজি মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শনিবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় সৈয়দকাঠী ইউনিয়নের নতুনহাঠ সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পূর্ব সৈয়দকাঠী গ্রামের বাড়িতে ফেরার পথে ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
