More

    বরগুনায় জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান: পাথরঘাটায়

    অবশ্যই পরুন

    বরগুনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে পাথরঘাটা উপজেলায় মোটরযান আইন লঙ্ঘনের দায়ে ১৮টি মামলা দায়ের করা হয়,

    অভিযানকালে বিভিন্ন অনিয়মের কারণে ৮টি যানবাহন আটক করা হয় এবং মোট ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি বিভিন্ন মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে,

    এ বিশেষ অভিযানে নেতৃত্ব ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মুকিত এবং পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধূরী। এছাড়া পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানসহ নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও র‍্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

    জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন সৈকত ও মঈন ফিরোজী

    ​ঝালকাঠির দুটি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বেশ কয়েকজন প্রভাবশালী নেতা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তাদের প্রার্থিতা...