More

    বরিশালের হাট বাজারে জাল টাকার ছড়াছড়ি

    অবশ্যই পরুন

    আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশালে বেড়েছে জাল টাকার বিস্তার। মহানগরী থেকে গ্রামগঞ্জের সর্বত্রই এখন জাল টাকার ছড়াছড়ি। ২০/৫০/১শ ও ৫শ টাকার নকল নোট বরিশালের বাজারে ছড়িয়েছে চক্রের সদস্যরা। এরই মধ্যে এসব জাল টাকার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    তবে মূল হোতাদের শনাক্ত করতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এক মাসে নগরী ও জেলায় বেশ কয়েকজন জাল টাকা ছড়ানোর সময় জনতার হাতেও আটক হয়েছে। তথ্যমতে, মঙ্গলবার রাতে বরিশাল নগরী থেকে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ চক্রের চার সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    তারা হলো-ভোলার চরনোয়াবাদের ফরাজি বাড়ির সেলিম ফরাজির ছেলে শাওন ফরাজি (১৫), বাকেরগঞ্জের মহেশপুরের বাসিন্দা সোহেল আকনের ছেলে আলিফ আকন (১৭), আগৈলঝাড়ার গৈলার বাসিন্দা আলভি ইসলাম সাইফ (১৭) এবং বাবুগঞ্জের পাংশার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে তানভীর রেদওয়ান (২০)। তবে মূলহোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। মহানগর ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) ফিরোজ আলম জানান, নগরীর বগুড়া রোডে একটি দোকান থেকে ফুচকা খেয়ে শাওন ও আলিফ একটি একশ টাকার জাল নোট দেয়। সন্দেহজনকভাবে তাদের ঘোরাফেরা করতে দেখে দোকানদার পুলিশকে খবর দেয়।

    পরে সেখানে গিয়ে তাদের আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ভাটিখানা মৃধা বাড়িতে অভিযান চালিয়ে অন্য দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশ ও পঞ্চাশ টাকার মোট ৫৩ হাজার ৮০০ টাকার জাল নোট, একটি করে মনিটর, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস ও ক্যাবল উদ্ধার করা হয়। এসআই ফিরোজ আলম আরও জানান, শাওন ও আলিফ পূর্বপরিচিত তানভীর রেদওয়ানের কাছ থেকে একশ টাকার জাল নোট ৭০ টাকায় কিনে নগরীর বিভিন্ন দোকানে পণ্য ক্রয় করত।

    তানভীর তার বাসায় জাল নোট তৈরি করত। এ ঘটনায় তিনি বাদী হয়ে কাউনিয়া থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি আরও বলেন, গ্রেফতার চারজনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদে মূল হোতাদের নাম বেরিয়ে আসতে পারে। এদিকে চলতি মাসে জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে পাঁচশ টাকার দুটি বান্ডিলসহ দুজনকে আটক করে স্থানীয়রা। পরে ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য বিষয়টি ধামাচাপা দেয়।

    হিজলা উপজেলার ডুমখোলো বাজারে আয়নাল হাওলাদারকে জাল টাকাসহ আটক করে গ্রামবাসী। পরে মারধর করে ছেড়ে দেয়। এসব বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, জাল টাকার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমাদের একাধিক টিম কাজ করছে। জাল টাকা চক্রের সবাইকে আইনের আওতায় আনা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে ২৬ চিকিৎসক সংবর্ধিত

    ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে চেম্বারকৃত ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারী শনিবার দুপুর দুইটায় নগরীর সদর...