More

    গলাচিপায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় নাসরিন আক্তার (২৮) নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা সংলগ্ন সামুদাবাদ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    থানা সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষের দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় দেখতে পায়। পরে দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করলে ওই নারীর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মরদেহটি উদ্ধার করে গলাচিপা থানায় নেওয়া হয়।

    প্রতিবেশীরা জানান, ঘটনার সময় নিহত নাসরিন আক্তারের স্বামী রেজাউল করিম (৩৮) ও তাদের দুই সন্তান বাসার পাশের কক্ষে অবস্থান করছিলেন। রেজাউল করিম এনজিও ‘আশা’র গলাচিপা শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামে। কর্মসূত্রে পরিবার নিয়ে তিনি গলাচিপার সামুদাবাদ রোড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বরিশাল ডট নিউজকে জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সত্যের পথে সাংবাদিকতা: পক্ষপাত নয়, জনগণ ও অসহায়দের কণ্ঠস্বর

    মোঃ রোকনুজ্জামান শরীফ : সাংবাদিকতা কোনো দল, গোষ্ঠী কিংবা ক্ষমতাকেন্দ্রের মুখপাত্র হওয়ার নাম নয়। সাংবাদিকতার মূল দর্শন হলো সত্যের...