More

    ডাসারে আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

    অবশ্যই পরুন

    ডাসার(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত আব্বাস চৌধুরী (৪৫) ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    আজ রোববার দুপুরে তার মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে ওই এলাকায় ফের উত্তেজনা বিরাজ করছে এবং যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। নিহত আব্বাস একই গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনাই ওই নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

    উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে আব্বাস চৌধুরীর সঙ্গে সিরাজ জমাদ্দারের বিরোধ চলছিল। গত বুধবার দুপুরের দিকে সিরাজ জমাদ্দারের নেতৃত্বে তার গ্রুপের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এই ঘটনার জেরে আব্বাস চৌধুরীর লোকজন সিরাজ জমাদ্দারের গ্রুপের অন্তত ১৫-১৬টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে আজ রোববার দুপুর আহত আব্বাস চৌধুরীর মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।  যাতে করে আব্বাসের মৃত্যু নিয়ে কোন প্রকারের অপ্রিয়কর ঘটনা না ঘটতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সরিষা ক্ষেতে অসামাজিক কার্যকলাপ: পিরোজপুরের কলেজ ছাত্র-ছাত্রীকে আটক করল ঝালকাঠির স্থানীয়রা

    মোঃ সিয়াম খান : পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থেকে আসা একটি কলেজ ছাত্র-ছাত্রীকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান বাজার সংলগ্ন...