কলাপাড়া প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে মহিপুর থানাকে উপজেলায় রুপান্তরিত করা হবে। যদি মহিপুরকে উপজেলা রুপান্তরিত করতে চান তাহলে ধানের শীষে ভোট দেন, যদি ভাগ্যের পরিবর্তন করতে চান তাহলে ধানের শীষে ভোট দেন,

আগামী দিনে যদি সম্মানের সহিত থাকতে চান তাহলে ধানের শীষে ভোট দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের ভাইয়েরা বলে এখন বিপদে পড়ছে এ জন্য বিএনপি আমাদের আদর করে, ১২ তারিখের পর মনে হয় আমাদের সাইজ করবে। সবাইকে সাক্ষী রেখে বলছি, বিএনপির লোকজন যেমন সম্মান পাবে নিরাপত্তা পাবে, তেমনি আওয়ামীলীগ সহ অন্যান্য দলের নেতাকর্মীও একই মর্যাদা ভোগ করবেন। কারন আমাদের সবার পরিচয় আমরা এই এলাকার সন্তান। মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক আহবায়ক মনিরুজ্জামান মনির সহ
উপজেলা ও থানা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এর আগে বিকাল থেকে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।
