More

    গলাচিপায় ৩০ ড্রাম নিষিদ্ধ জাটকা ইলিশের পোনা মাছ জব্দ

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা-বন্যাতলী সড়কে কালিকাপুর কালামের গ্যারেজের কাছ থেকে একটি ট্রাকে ৩০ ড্রাম জাটকা ইলিশের পোনা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, যার বাজার মূল্য তিন লাখ টাকা। ট্রাক ও মাছ জব্দ করে উপজেলা পরিষদের মাঠে নিয়ে যাওয়া হয়।

    অবৈধ জাটকা পরিবহণের অভিযোগে মাছের আড়তদার মাহাবুব সিকদার ও জাহাঙ্গীর সিকদারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার করে দুজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় গলাচিপা-বন্যাতলী সড়কের কালামের গ্যারেজের কাছ থেকে জাটকা পরিবহণের অভিযোগে বরিশালের কাউয়ার চর এলাকার মাছের আড়তদার মাহাবুব সিকদার ও বাউফলের বড় কালাইয়া এলাকার জাহাঙ্গীর সিকদারকে বন্ধু পরিবহণ নামের একটি ট্রাকসহ আটক করা হয়।

    মাছের ট্রাকটি রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী লঞ্চঘাট থেকে ট্রাকে করে বরিশাল নেওয়ার পথে তারা আটক হয়। আটকের পর মাছের আড়তদার মাহাবুব সিকদার ও জাহাঙ্গীর সিকদারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

    পরে গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ জব্দ করা জাটকা ইলিশের পোনা মাছ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এবং উপস্থিত গরীব-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। এসময় গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও গলাচিপা উপজেলা ভূমি অফিসের নাজির মো. হান্নান উপস্থিত ছিলেন ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন

    জে এইচ রাজু‎ স্টাফ রিপোর্টার :  ‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় একটি পারিবারিক ঘটনাকে রাজনৈতিক ইস্যুতে রূপান্তর...