বরিশাল নগরীর পট রোড গোসাইখানা এলাকায় স্থানীয় একটি গুরুত্বপূর্ণ সড়কে এলাকার প্রায় সব ব্যবসায়ী নিয়ম ভেঙে প্রকাশ্যে রাস্তা দখল করে দোকানদারি চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, দোকানের মালামাল—প্লাস্টিকের বালতি, ড্রাম, কার্টনসহ নানা পণ্য—দোকানের সামনে রাস্তার ওপর সাজিয়ে রাখা হয়েছে। এতে রাস্তার প্রায় অর্ধেক অংশ কার্যত দখল হয়ে গেছে।

এর ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ট্রাক, পিকআপ ও অন্যান্য মোটর শ্রমিকরা। গাড়ি সাময়িকভাবে থামাতে বা মাল ওঠানামা করতে গেলেই দোকানের সামনে থাকা কিছু ভাঙারি ব্যবসায়ী ও দোকান সংশ্লিষ্টরা চালকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এমনকি গালাগালিও করা হয় বলে অভিযোগ রয়েছে।
মোটর শ্রমিকদের অভিযোগ, এই এলাকাটি একটি পণ্য সামগ্রীর বাণিজ্যিক এলাকা, যেখানে প্রতিদিন বিভিন্ন ধরনের মালবাহী গাড়ি লোড–আনলোড করতে আসে। কিন্তু দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের কারণে তারা নির্বিঘ্নে কাজ করতে পারছেন না। কেউ প্রতিবাদ করলে উল্টো হুমকি ও অপমানের শিকার হতে হয়। এতে একদিকে শ্রমজীবী মানুষের কাজ করা কঠিন হয়ে পড়েছে, অন্যদিকে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
একজন মোটর শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা পণ্য সামগ্রীর এলাকা। এখানে গাড়ি লোড–আনলোড করতেই হয়। কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছে সবাই। আমরা গাড়ি রাখলেই গালাগালি শুনতে হয়। প্রশাসন দেখেও যেন কিছু দেখছে না।”
বর্তমানে বরিশাল পট রোড গোসাইখানা এলাকার মোটর শ্রমিকদের জোরালো দাবি, এখানে যেন দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসে তদন্ত করে। পাশাপাশি অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, এখনই প্রশাসনিক অভিযান না চালালে এই অনিয়ম আরও বাড়বে এবং সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ভোগান্তি চরমে পৌঁছাবে।
