কালকিনি প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় ৪ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হচ্ছে। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন।
এসময় থানা পুলিশ, আনসার বাহিনী ও অফিস সহকারীরা সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন এই অভিযান অব্যাহত থাকবে।
