কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর জোনের মহাব্যবস্থাপক মো. মইনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরে মঈন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের মাদারীপুর জেলা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ।
কালকিনি কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক তন্ময় কান্তি বালার সভাপতিত্বে এবং শাখার আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন ভবনটির মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
