বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা-২ আসনের ধানের শীষের মার্কার পদপ্রার্থী আলহাজ্ব ণুরুল ইসলাম মনির সমর্থনে বরগুনার বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গড়িয়াবুনিয়া বাজারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: শাহজাহান কবির, সাবেক সহ-সভাপতি আব্দুল আজীজ হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, সহকারী অধ্যাপক জাকির হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন গাজী, আব্দুল খালেক মিনা, প্রফেসর আলতাফ হোসেন, শাহ আলম খান, হোসেন আলী খান , খালেক মৃধা, আলতাফ হোসেন হাওলাদার, বারেক মোল্লা, মালেক গাজী, বিবিচিনি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল হোসেনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তরা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।
মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি , স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেবার আহবান জানান। এসময় বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা ও সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। সকল বেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
