মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইংলিশ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো.আরিফুল ইসলাম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আহমেদ। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলটির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি বক্তৃতা, বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অতিথিরা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
