More

    উজিরপুরে ট্রাক-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-১

    অবশ্যই পরুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে পেয়ারা বোঝাই ট্রাকের সাথে যাত্রিবাহি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক মো: মিলন সিকদার (৩২) নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন মাহিন্দ্রতে থাকা এক যাত্রি। তাকে অবস্থা আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সীমান্তবর্তী ক্রসফায়ার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মাহিন্দ্র চালক মিলন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের আশ্রাব সিকদারের ছেলে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানিয়েছেন, বরিশাল থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা একটি পেয়ারা বোঝাই ট্রাক মহাসড়কের ওই দুর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহি মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হয় মাহিন্দ্র চালক মিলনসহ এক যাত্রী। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে চালক মিলনের মৃত্যু হয়। তবে প্রানে বেঁচে গুরুত্বর আহতাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই যাত্রী। ওসি আরও জানান, নিহত মাহিন্দ্র চালক মিলনের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই অজ্ঞাতনামা ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাক ও তার চালককে আটক করা সম্ভব হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...