More

    গৌরনদীতে সুপারমার্কেট ও দোকান-পাট বন্ধ

    অবশ্যই পরুন

    মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গতকাল রাত থেকে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকার সুপারমার্কেট ও দোকান গুলো বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি উপজেলার অভ্যন্তরীন রুটগুলোতে সীমিত আকারে চলাচল করছে ছোট ছোট যানবাহন।
    উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরগুলো খোলা থাকলেও কোন দপ্তরেই সেবা প্রার্থীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে একধরনের ভীতি কাজ করলেও উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে সচেতনামূলক ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে অতি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বাইরে বের হচ্ছেনা।
    উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে করোনা প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘর থেকে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। শপিং মলগুলো বন্ধ থাকলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো চালু রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...