More

    গৌরনদীতে করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট ও হাত ধোয়ার ব্যবস্থা

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশালের গৌরনদীতে লিফলেট ও বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
    উপজেলার বাংগীলা যুব সমাজের উদ্যোগে বুধবার দিন ব্যাপী রামসিদ্ধি, ধুলিয়াল, রাজাপুর, নন্দনপুট্রিসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লিফলেট বিতরণ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূন স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংগীলা যুব সংঘ কমিটির সভাপতি ও ইউপি সদস্য খান নজরুল ইসলাম লাভলু, সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলতাফ সরদার, আক্কাচ খান, আলী হোসেন খান, আঃ করিম খান, মসজিদের ইমাম শরীফুল ইসলাম ফরিদপুরী, যুব সংঘ কমিটির সদস্য আঃ হালিম খান, বেলায়েত খান, সোহেল খান, মাসুম বিল্লাহ খান, বেলাল খান স্বপন, মামুন খান, সাকিরুল ইসলাম শুভ, শফিক খান, আহম্মেম রাজু, নাহিয়ান রাসেদ, আবু তালহা খান, আশিকুর রহমান, ফেরদৌস খান, ফয়সাল শিকদার, কাইয়ুম সরদারসহ অন্যান্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...