More

    গৌরনদীতে দুই সাংবাদিক কন্যার মেধা বৃত্তি লাভ

    অবশ্যই পরুন

    জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ২০১৯ সালের পরীক্ষায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই সাংবাদিকের কন্যা যথাক্রমে হুমায়রা মারজান ও সুমাইয়া ইসলাম মৌ মেধা বৃত্তি লাভ করেছে।
    হুমায়রা মারজান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ভোরের পাতার প্রতিনিধি জামিল মাহমু ও গৃহিনী কহিনুর বেগম ও সুমাইয়া ইসলাম মৌ দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গৌরনদী প্রতিনিধি এসএম মিজান ও গৃহিনী হাসিনা বেগমের কন্যা।
    উভয় মেধাবী শিক্ষার্থী তাদের এ সাফল্যের জন্য বাবা-মা এবং বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
    তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া চেয়েছে।
    হুমায়রা মারজান ও সুমাইয়া ইসলাম মৌ এর সাফল্যে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...