More

    গৌরনদীতে বলরাম পোদ্দারের খাদ্যসহায়তা বিতরণ

    অবশ্যই পরুন

    বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, করোনা ভাইরাসের প্রভাবে বঙ্গবন্ধু’র বাংলাদেশে কোন অসহায় শ্রমজীবী অভূক্ত থাকবে না। করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা হতদরিদ্র কেউ খাদ্য অভাবে মারা না যান, সে লক্ষ্যে প্রধানমত্রী দেশরত্ন শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার দিনব্যাপী বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের ভাগ্য ভূইয়ার বাড়ির প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন, অসহায় গরীব-দুস্থ এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি (বলরাম পোদ্দার) এ কথাগুলো বলেন।
    ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের সভাপতি বিলকিস আক্তার, ব্যবসায়ী বিল্টু রঞ্জন সাহা, অশোক দাস প্রমূখ। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কর্মহীন ও অসহায় গরীব দুস্থ এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১কেজি মশুরের ডাল, ১কেজি পেঁয়াজ, ১প্যাকেট লবন, লাইফবয় বড় ১টি সাবান বস্তাবন্দি করে বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...