ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সরকারিভাবে বরাদ্দ জেলে পুনর্বাসনের ৬০০ কেজি চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. কাউছার, আজগর ও হারুন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের খাদ্য সহায়তার জন্য সরকারিভাবে জেলে পুনর্বাসনের চাল বরাদ্দ দেয়া হয়।
মনপুরার হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রব জেলেদের ওই চাল বিতরণ না করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী কাউছারের বাড়ি থেকে এ চাল জব্দ করে। ওই সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় রাতে তাদের আটক করা যায়নি। কিন্তু আজ বুধবার সকালে ওই তিনজনকে আটক করা হয়।
হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীপক চৌধুরী জানান, আব্দুর রব মেম্বারের বিষয়ে শুনেছি। বর্তমান তার কার্যকম খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে আমরা নির্বাহী অফিসারের সাথে কথা বলব। তিনি যেভাবে বলবেন, আমরা সেভাবে ব্যবস্থা নেব।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি সদস্য আব্দুর রবকে আটকের চেষ্টা চলছে।