More

    খাবার নিয়ে চিন্তা কর‌বেন না, ঘ‌রে ঘরে পৌঁছে দেব : এম‌পি শাওন

    অবশ্যই পরুন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ব‌লে‌ছেন, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনা মে‌নে চলুন। ঘ‌রে থাকুন, খাবার নি‌য়ে চিন্তা কর‌বেন না। আপনা‌দের ঘ‌রে ঘ‌রে খাবার পৌঁ‌ছে দেব আমরা।

    বুধবার (১৫ এপ্রিল) দুপু‌রে ভোলার লাল‌মোহন উপ‌জেলার ধলীগৌর নগর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় এসব কথা বলেন তিনি। সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে ওই ইউ‌নিয়নের ৩৬০ জে‌লে‌র মা‌ঝে ৮০ কে‌জি ক‌রে ২৮ টন ৮০০ কে‌জি ভিজিএফের চাল বিতরণ করা হয়।

    নুরুন্নবী চৌধুরী শাওন ব‌লেন, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সবাইকে স‌চেতন হ‌তে হ‌বে। পর্যায়ক্রমে লালমোহন উপজেলার সব জেলের মাঝে চাল বিতরণ করা হবে। কেউ বঞ্চিত হবেন না।

    এ সময় উপস্থিত ছিলেন ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে...