More

    বরিশালে মনীষাদের ‘এক মুঠো চাল’ কর্মসূচি

    অবশ্যই পরুন

    বরিশালে ‘এক মুঠো চাল’ কর্মসূচি চালু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।

    করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল স্ততের মানুষের সম্মিলিত সহায়তায় পরিচালিত হবে এই ‘এক মুঠো চাল’ কর্মসূচি।

    বুধবার (১৫ এপ্রিল) বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীসহ সংগঠনের নেতৃবৃন্দ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

    এর আগে গত রোববার (১২ এপ্রিল) বরিশালে দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তা দিতে ব্যতিক্রমী মানবতার বাজারের কার্যক্রম শুরু করে বাসদ।

    বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন জানান, এই ‘মানবতার বাজার’ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, টমেটো, মিষ্টি কুমড়া, ঢেড়শ, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরি ওষুধ ইত্যাদি বিনামূল‌্যে দেওয়া হয়।

    রুমন বলেন, ‘বরিশালের অন্তত তিন হাজার দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্দেশ‌্যে ‘মানবতার বাজার’ বসানো হয়েছে। এবার চালু হলো ‘এক মুঠো চাল’। এ কার্যক্রমে সবার সম্মিলিত সাহায‌্য কামনা করছি। সবার সহায়তা পেলে ‘মানবতার বাজার’ আরো গতিশীল হবে। আরও বেশি দ্ররিদ্র পরিবার এর মাধ‌্যমে খাদ‌্য সহায়তা পাবে।’

    বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘ইতোমধ্যে জনগণ আমাদেরকে সহযোগিতা কো শুরু করেছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। আজ এই সঙ্কটময় সময়ে আমাদের সবারই ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাই আসুন আমরা সহযোগীতার হাত বাড়িয়ে দেই।’

    ‘এক মুঠো চাল’ কার্যক্রমকে এগিয়ে নিতে নিচের বিকাশ, রকেট ও ব‌্যাংক অ‌্যাকাউন্ট নাম্বারে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে দললটির পক্ষ থেকে।

    বিকাশ নম্বর : ০১৪০৯-১৬০০৪২, ০১৭২৩-৭০৯১৫৫ এবং ০১৭১১-২২৫১৯।

    রকেট নম্বর : ০১৮৬৩-৩০২৯৫১১।

    ব্যাংক অ‌্যাকাউন্ট : Manisha chakraborty; A/c: 0308701010352, Sonali Bank. এবং Jhantu Mitra A/C: 1271510226256, DBBL, Barisal.

    এছাড়া খাদ্যসামগ্রী দিতে চাইলে বাসদ অফিসে (ফকিরবাড়ি রোড, বরিশাল) যোগাযোগের জন‌্য অনুরোধ করা হয়েছে।

    উল্লেখ্য, গত কাল (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে বাসদের বিনামূল্যের ‘মানবতার বাজার’ ভরে উঠেছিল ইলিশ মাছ, পাট শাক, লাউ, মুড়ি, জিলাপীসহ বিভিন্ন বৈশাখী পণ্যে। এছাড়া প্রতিদিনের মতো চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, সবজীও বিতরণ করা হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে বাসদের উদ্যোগে সংকটময় লকডাউন পরিস্থিতিতে জনজীবনের দুর্ভোগ লাঘব করতে চালু করা হয় ১০টি ফ্রি অ‌্যাম্বুলেন্স সার্ভিস।

    অ‌্যাম্বুলেন্সগুলো ২৪ ঘণ্টায় যে কোনো সময় নগরীর যে কোনো এলাকায় জনগণণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...