More

    আগৈলঝাড়ায় স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে। স্থানীয় ও একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠী গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ও শোলক মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র জাহিদ হাওলাদার (১৫) তার পিতার কাছে দীর্ঘদিন ধরে একটি মোবাইল ফোন দাবী করে আসছিল। লেখাপড়ার কারনে পরিবার থেকে মোবাইল ফোন কিনে দিতে অনিহা প্রকাশ করে। এনিয়ে রোববার রাতে পিতার সাথে অভিমান করে ছেলে জাহিদ। ওইদিন গভীর রাতে পরিবারের উপর অভিমান করে ঘরের পাশে থাকা গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে স্কুল ছাত্র জাহিদ হাওলাদার (১৫)। সোমবার সকালে বাড়ির লোকজন দেখে পুলিশকে সংবাদ দিলে এসআই জামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভাণ্ডারিয়ায় অটো চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধারকৃত গাড়ি মিলল খণ্ডবিখণ্ড অবস্থায়

    ভাণ্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি দুর্ধর্ষ অটো চোর চক্রের মূল হোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময়...