বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈসর গ্রাম থেকে পিকআপ ভর্তি ৫২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল, যশোর বেনাপোলের বুত্তিপাশার বাসিন্দা আব্দুর রউবের ছেলে মনিরুজ্জামান ও একই জেলার দত্তপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান। মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন, সোমবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রামে একটি পিকআপ ভ্যান দেখতে পেয়ে টহল পুলিশের সন্দেহ হয়।
এ সময় এএসআই মহসিন ও কনষ্টেবল রফিকুল ইসলাম ওই এলাকার মিয়া বাড়ির জামে মসজিদের সামনের পাকা রাস্তায় ওই পিকআপ ভ্যানের গতিরোধ করে। আটক করা হয় দুই মাদক বিক্রেতাকে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গাড়ির ভিতরে বিশেষ কায়দায় ফেন্সিডিল নিয়ে এসেছে বলে স্বিকার করে। এমনকি ওই ফেন্সিডিল তারা মাদক ব্যবসায়ী হুমায়ুনের লোকের হাতে তুলে দিতে এসেছে বলে জানিয়েছে।
ওসি আরো জানান, মঙ্গলবার সকালে এ ব্যাপারে এসআই মো. রিয়াজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ওই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে মঙ্গলবার সকালে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ থানায় এসে ওই দুই আসামীকে জিঙ্গাসাবাদ করেন। জিঙ্গাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
চাখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খিজির সরদার বলেন, চাখার বাজারে সোহাগ ফার্মেসী নামে ওষুধ ব্যবসার আড়ালে সোহাগ মাদক ব্যবসা করে আসছে। এর আগে সে মাদকসহ গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারা ভোগও করে। উদ্ধার হওয়া ওই ফেন্সিডিল সোহাগ ও পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার নারায়ণপুর এলাকার তার ভগ্নিপতি হুমায়ুনের। এ ঘটনার পর সোহাগের ফার্মেসী তালা মেরে দিয়েছেন বলেও জানান চেয়ারম্যান।
