বরিশালের উজিরপুর উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে জ ধরে,সাংবাদিক পরিবারের উপরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় সাংবাদিকসহ তার পরিবারের ছয়জনকে দিনে দুপুরে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।ঘটনাটি ঘটেছে উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদ্রাসি গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫-৪-২০২০ইং তারিখ সাংবাদিক কাওসার হোসেন বাড়ির পত্তিক সম্পত্তিতে রোপনকৃত গাছ ভেঙ্গে জমি দখল নেওয়ার চেষ্টা করে প্রতিপক্ষ সন্ত্রাসী ও স্থানীয় যুবদল ক্যাডার মোহাম্মদ রব বেপারী পুত্র লালন বেপারী,তার জামাতা জসিম উদ্দিন রিপন,মৃত্যু সোবাহান ব্যাপারীর পুত্র আনিস বেপারী,আনিস বেপারীর ছেলে রাব্বি, দেলোয়ার বেপারীর ছেলে মিলন বেপারী,মিতু সাবান ব্যাপারীর ছেলে ইউনুস বেপারী,ইউসুফ বেপারী,জব্বার শরীফের ছেলে হুমায়ুন শরীফ সহ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে সাংবাদিক পরিবারের উপর অতর্কিত হামলা চালায়,সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকের স্ত্রী মোছাম্মৎ সাবিনা আক্তার
ও মা মোসাম্মৎ কোহিনুর বেগম গুরুতর আহত হয়েছেন তাদের চিৎকারে সাংবাদিকের চাচা মোহাম্মদ ইউসুফ রাড়ী,মোহাম্মদ রবিউল রাড়ী,চাচতো ভাই আলামিন রাড়ী ও আশিক রাঢ়ী এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করেন প্রতিপক্ষ সন্ত্রাসীরা,আহতদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় বিষয় উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হাসান কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনা মৌখিকভাবে শুনেছি তবে এখনো অভিযোগ পায়নি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক
মোহাম্মদ কাওছার হোসেন রাঢ়ী ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ও বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কালের বার্তা উজিরপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং উজিরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য। সাংবাদিক পরিবারের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উজিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।