More

    ডিজিটাল সুরক্ষা আইনের মামলায় বরগুনায় ২ সাংবাদিক গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় বরগুনার দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (৬ মে) তাদের গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির হোসেন মোহাম্মদ।

    গ্রেপ্তার দুই সাংবাদিক হলেন— সুমন শিকদার এবং মীর জামাল।

    একই মামলায় রমিজ জাবের টিংকু নামের আরো একজন গ্রেপ্তার হয়েছেন। অন্য আসামিরা হলেন— আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

    ওসি আবির হোসেন মোহাম্মদ জানান, বুধবার লামিয়া নামে এক নারী তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছেন। আসমিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

    বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সুদের কারবারে সরগরম বরিশালের ‌‌‘মা জুয়েলার্স’, বিপাকে গ্রাহকরা

    নিজস্ব প্রতিবেদক: থরেথরে সাজানা রয়েছে বাহারি ডিজাইনের স্বর্ণালঙ্কার। সবাই জানে জুয়েলারির দোকান। অথচ দোকানের এই আলোর পেছনে চড়া সুদে...