More

    যৌতুকের দাবীতে গৃহবধুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ

    অবশ্যই পরুন

    যৌতুকের দাবীতে গৃহবধুকে নির্যাতনের এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    গতকাল সোমবার(২৫ মে) সন্ধ্যার পরে বরিশাল আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নে থানেশ্বরকাঠি গ্রামে এঘটনা ঘটে। নিহত মুক্তি রানীর বাবার বাড়ি একই গ্রামে। তার পিতার নাম সুমন বৈদ্য।

    জানা যায়, ১০ মাস পূর্বে প্রেমে জড়িয়ে বিয়ে হয় রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের বাড়ির উত্তর পাশে রত্নপুর গ্রামের খোকন বাড়ৈর বেকার ছেলে মিঠুনের সাথে। বিয়ের ২-৩ মাস পর থেকেই যৌতুকের জন্য মারধর করতো। তাকে ফের যৌতুকের জন্য চাপ দিয়ে মারধর করে একপর্যায়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পরে প্রতিবেশীদের কাছে তেঁতুল আনার নাটক করে।
    থানায় জানার পরে এসআই শাহজাহান, এসআই আব্বাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মুক্তির পিতার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান তদন্তকারী কর্মকর্তা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...