More

    গৌরনদী উপজেলায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম শাওন চৌকিদার। শাওন উপজেলার পালরদী স্কুল অ্যান্ড কলেজের এ বছরের এইচএসসি পরীক্ষার্থী এবং দিয়াশুর গ্রামের মালেয়েশিয়া প্রবাসী ফারুক চৌকিদারের ছেলে।

    আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

    মৃতের ভাই হাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তা দিয়ে পায়চারি করার সময় তাকে বিষাক্ত সাপে দংশন করে। প্রথমে তাকে গ্রাম্য ওঝা দিয়ে বিষ নামানো হয়।

    কিন্ত পায়ের বাঁধন খুলে দিলে সে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেস্কে নেওয়া হয়। সেখানে ওষুধ না থাকায় বরিশাল শেরে ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরিভাবে নিয়ে যাওয়া হয়। শেবাচিমে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

    তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...