More

    আগৈলঝাড়ায় ৫ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ৫ জুয়ারীকে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার তালতা গ্রামের রাস্তার পাশে বসে শনিবার রাতে জুয়া খেলার সময় চান মিয়া বেপারীর ছেলে বাচ্চু বেপারী, ভদ্রপাড়া গ্রামের মানিক বেপারীর ছেলে রাসেল বেপারী, অশোকসেন গ্রামের নিরাঞ্জন সমদ্দারের ছেলে বিশ্বজিত সমদ্দার, বাকাল গ্রামের সাবেহ আলী ফকিরের ছেলে সবুজ ফকির ও ছলেমান ফকিরের ছেলে মানিক ফকিরকে এসআই জামাল হোসেন ও এসআই মোক্তার হোসেন গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নির্র্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের আদালতে হাজির করা হলে জুয়া খেলার অপরাধে প্রত্যেককে ১শত টাকা, ৫শত টাকা ও করোনা ভাইরাসের কারনে স্বাস্থ্যবিধি না মানায় প্রত্যেককে ১হাজার টাকা করে ৫হাজার টাকাসহ মোট ৫হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় আদালতে উপস্থিত ছিলেন, এসআই জামাল হোসেন, মোক্তার হোসেন ও এসআই মো. সাইফুল ইসলাম প্রমুখ। এসআই জামাল হোসেন বলেন, জুয়া খেলার সময় তাদের রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৫জনকে ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে হাজির করা হলে জুয়া খেলার অপরাধে ৫শত টাকা ও এই সময় স্বাস্থ্যবিধি না মানায় ৫হাজার জরিমানা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গলাচিপায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    মো. মিজানুর রহমান স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার...