More

    বরিশালে কৃষক নিখিল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    গোপালগঞ্জে কৃষক নিখিল হালদারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হত্যার নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

    আজ সোমবার (৮ই) জুন সকাল ১১ টায় নগরের প্রাণকেন্দ্র সদররোডে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে এ কর্মসূচি পালন করেন তারা।

    বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাশের সভাপতিত্বে হত্যাকারীদের বিচার দাবী করে বক্তব্য রাখেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ্যাড, একে আজাদ,ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য জয়দেব সাহা,বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি কিশোর কুমার বালা বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...