More

    স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ৫ জনকে জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশালে শারীরিক দূরত্ব উপেক্ষা, মাস্ক না পরা ও জনসমক্ষে ধূমপান করায় পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা।

    এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করায় শাহ আলম ও মো. রানাকে দেড় হাজার টাকা, জনসমক্ষে ধূমপান করায় মিলনকে তিনশ’ টাকা এবং মাস্ক না পরায় সাব্বির ও মিলনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে বিআরটিএর পরিদর্শক ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় বিজয় দিবসে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত বহিষ্কৃত বিএনপি নেতা

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গত মঙ্গলবার তথা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনকালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে...