More

    করোনা শনাক্তের তিনদিন পর গৃহবধূর মৃত্যু

    অবশ্যই পরুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর (৩৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ওই গৃহবধূর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজলায়।

     

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (৯ জুন) দুপুরে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি হন। এর আগে করোনা পরীক্ষার জন্য তার নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে মঙ্গলবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। পরে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

     

    হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১২ জুন সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে বাপাউবো এর নির্বাহী প্রকৌশলীর সাথে ক্ষতিগ্রস্থ পরিবারের বৈঠক

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি—ঘর, চলাচলের...