More

    বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা শনাক্ত

    অবশ্যই পরুন

    বরিশালে নতুন করে আরও ৬০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭ জনে।

    বুধবার জেলাটিতে ৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১৭৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    বুধবার দিবাগত রাত ১২টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত আরও ৬০ জনের মধ্যে রয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পাঁচজন, আরআরএফের দু’জন, জেলা পুলিশের একজন ও র‌্যাব-৮ এর চার সদস্য। বাকি আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল শের-ই-বাংলা

    মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ছয়জন নার্স ও চারজন স্টাফ ও একজন মেডিকেল টেকনোলজিস্ট। এছাড়া বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন ব্যক্তি রয়েছেন।
    বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৬০ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ‍এবং মিছিল...