বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ২০ জুন শনিবার জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ এর তত্ত্বাবধানে আজ বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা।
এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করার তপন ও বিনয় চক্রবর্তী কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ২ হাজাট টাকা জরিমানা করা হয়। বরিশাল মহানগরীর বিভিন্ন শপিংমল ও বাজার স্বাস্থ্যবিধি মানার শর্তসাপেক্ষে খোলা রাখার অনুমতি প্রদান করা হয়েছিল।
কিন্তু চকবাজারে একটি কাপড়ের দোকানের কোন বিক্রয়কর্মী মুখে মাস্ক ছিলনা বিধায় উক্ত দোকান মালিককে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫(২) ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। ব্রাইট ও লংমার্চ জুতোর দোকানের মালিককে বিক্রয়কর্মীর মাস্ক না পরা ও মাস্ক না সরবরাহ করার দায়ে একই আইনে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও নতুল্লাবাদ, সদর রোডসহ অন্যান্য এলাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হয়। পাশাপাশি ৭ জন ব্যক্তি স্বাস্থ্যবিধি অমান্য করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে লেফটেন্যান্ট আহাদ খান সহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের একটি বিশেষ টিম।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা বলেম, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।