বরিশাল নগরের ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মোঃ তারিকুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাত ৮ টার দিকে নগরীর ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এবিষয়ে আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা ডিবি অফিস।
আটক রাসেল নগরের রুপাতলী এলাকার মৃত আবুল কাশেম হাওলাদার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮ টার দিকে নগরের ২৫নং ওয়ার্ডস্থ পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রাসেলকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপ্রদ্র করা হয়েছে।