More

    বরিশাল হাসপাতালে শিশুর ভাঙা হাত ব্যান্ডেজে ৪ হাজার টাকা দাবি

    অবশ্যই পরুন

    বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে শিশু শর্মিলা আক্তারের ভাঙা হাত ব্যান্ডেজে চার হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। শর্মিলা নগরীর কাশীপুরের বাসিন্দা সৈয়দ হাওলাদারের কন্যা।

    শর্মিলার বাবা সৈয়দ হাওলাদার বলেন, সোমবার (২২ জুন) সকালে মেয়েকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখান থেকে তাকে জরুরি মেডিক্যাল কর্মকর্তার কাছে পাঠানো হয়।

    মেডিক্যাল কর্মকর্তা শিশুটির ভাঙা হাত এক্সরে করতে দেন। এক্সরে রিপোর্ট নিয়ে ফের ওই মেডিক্যাল কর্মকর্তার কাছে গেলে তিনি অর্থোপেডিক ডাক্তারের কাছে পাঠান। পরে অর্থোপেডিক ডাক্তারের এক সহযোগী ভাঙা হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য চার হাজার টাকা দাবি করেন।

    পরে ফের জরুরি বিভাগে আসলে সেখানকার কর্তব্যরতরা জানান, হাসপাতালে সরকারিভাবে গজ-ব্যান্ডেজসহ অন্যান্য সামগ্রীর সরবরাহ নেই। এগুলো কিনতে চার হাজার টাকার মতো লাগবে। পরে এক ছাত্রলীগ নেতাকে দিয়ে ফোন করিয়েও কোনও ফল পাননি বলে জানান তিনি।

    সৈয়দ হাওলাদার বলেন, পরে আবার অর্থোপেডিক চিকিৎকের কাছে যাই। তখন সেখানকার এক জুনিয়র অর্থোপেডিক চিকিৎসক (ডা. চঞ্চল) ওই শিশুটির ভাঙা হাত ব্যান্ডেজ করে দেন। এর আগে ওই ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ৩৩০ টাকার গজ-ব্যান্ডেজসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বাইরে থেকে কিনে আনা হয়।

    এ বিষয়ে জানতে চাইলে বরিশাল জেনারেল হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিনিময়ে একটি পয়সাও নেওয়া যাবে না। এটা পুরোপুরি অনৈতিক। আমি চাইছিলাম এমন অভিযোগ আসুক। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জরাজীর্ণ এই দোকানে ৪ পুরুষের ‘বরিশাল দধি ঘর’

    বর্তমান সময়ে খাবারের দোকান মানেই সাজসজ্জা আর চটকদার বিজ্ঞাপন। তারপরেও দৃষ্টিনন্দন ডেকোরেশনের অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচিতি নেই। অথচ ব্যতিক্রম চিত্র...