স্বাস্থ্য অধিদপ্তরের জোনিং তালিকায় বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জোনিং করার এক সপ্তাহ পর প্রথমধাপে আগামীকাল মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন করার প্রস্তুতি নিয়েছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ।
সোমবার (২২ জুন) দুটি ওয়ার্ডে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণার মাইকিং করা হয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে ওই দুটি ওয়ার্ডে।
নগরীর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন ভুলু জানান, তার ওয়ার্ডে লকডাউন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সহযোগীতায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক ২১ দিনের লকডাউন কার্যকরে সচেষ্ট থাকবে।
অপরদিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিস শরীফ জানান, ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন কার্যকরে সাত সদস্যের কমিটি গঠন করেছেন তারা। তাদের সহায়তায় আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
এর আগে গত ১৮ জুন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, সেনাবাহিনী, র্যাব ও গোয়েন্দা সংস্থার সাথে ভার্চুয়াল বৈঠক করে প্রাথমিকভাবে ওই দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত নেন।
বরিশাল জেলা ও মহানগরীতে এ পর্যন্ত এক হাজার ২২২ জনের করোনা সনাক্ত হয়েছে। যার মধ্যে বরিশাল নগরীতে রয়েছেন ৯২৭ জন।