More

    মেহেন্দিগঞ্জে চেয়ারম্যানের নেতৃত্বে তার দুই পুত্রের সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী হাসপাতালে

    অবশ্যই পরুন

    বরিশাল মেহেন্দিগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীসহ দুই জনকে চেয়ারম্যানের নেতৃত্বে তার দুই ছেলে ও তাদের সহযোগী সন্ত্রাসীরা কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
    এ সময় সন্ত্রাসীরা নগদ ৩৮ হাজার টাকা, দোকান লুটপাট ভাঙচুর সহ একটি মোটরসাইকেল ও অটো মিশুক ছিনিয়ে নিয়ে যায়।

    গত ২০ জুন শনিবার সকাল ১১ টায় উপজেলার চরককুরিয়ার উত্তর দাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা হলো ওই এলাকার মকবুল হোসেনের ছেলে জাকির গাজী ও তার ছোট ভাই কবির গাজী।
    বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    হামলায় জাকির গাজীর মাথা ও দু পায়ের হাঁটুতে মারাত্মক জখম রয়েছে এবং তার ছোট ভাই কবিরের ডান হাত সহ শরীরের বিভিন্ন অংশে নীলা ফুলা জখম রয়েছেবলে শেবাচিম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান।

    আহত জাকির গাজী জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জাকির গাজীর সাথে প্রতিবেশী ইমান আলী সিকদারের ছেলে আলতাফ সিকদারের বিরোধ চলে আসছে।

    প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে জাকির গাজী ও তার পরিবারকে বিভিন্ন ভয় বৃত্তিসহ প্রাণনাশের হুমকি দেয় আলতাফ সিকদারসহ তাদের সহযোগীরা।
    জাকির গাজীর জমি জবর দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে ৩নং চরককুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুকিম তালুকদার ও তার দুই ছেলে মাজেদ ও সাজেদের শরণাপন্ন হয়।
    একপর্যায়ে ওই জমি জবর দখল করতে চেয়ারম্যানের দুই ছেলে মাজেদা ও সাজেদের সাথে মোটা অংকের বিনিময় চুক্তি হয়।

    ঘটনার দিন শনিবার জমি দখলের চেষ্টায় প্রথম ধাপে চেয়ারম্যানের নেতৃত্বে তার দুই ছেলে মাজেদ ও সাজেদ সহ তাদের সহযোগী সন্ত্রাসীরা জাকির গাজীর ওপর হামলা চালিয়ে একপর্যায়ে তার দোকান লুটপাট ভাঙচুর ও নগদ টাকা এবং দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল ও অটো মিশুক ছিনিয়ে নিয়ে যায় মাজেদ সহ অন্যান্য সন্ত্রাসীরা।চেষ্টায় এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সেখানে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয় এদের মধ্যে চাকরির অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে চিকিৎসক জানান।

    আহত কবির গাজী জানান, কবির গাজী তার জমিতে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তোলেন। গত ১৯ জুন রাতে চেয়ারম্যান মুকিম তালুকদারের ছেলে মাজেদ কয়েকটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রসজ্জা হয়ে বিল্ডিংস্থাপন কাজ বন্ধ করে দেয়।
    একপর্যায়ে পাঁচ লাখ টাকার চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আজীবন কাজ বন্ধ থাকবেন। তাদের কে না জানিয়ে কাজ করলে সব পরিবারকে হত্যা সহ দেশ ছাড়ার হুমকিও দেয়া হয়।

    বর্তমানে কবির গাজী র বিল্ডিং এর কাজ বন্ধ রয়েছে।

    এদিকে হামলার পর মাজেদ সহ তার সহযোগীরা আইনানুগ ব্যবস্থা না নিতে বিভিন্ন ভয়-ভীতি হত্যার হুমকি দিয়েছে বলে আহতের স্বজনরা অভিযোগ করেন।

    আহতের পরিবার মাজেদ সাজেদের আতঙ্কে এখন দিশেহারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পরিবেশ সাংবাদিকতায় সন্মাননা পেলেন সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু

    মো:সৌরব বেতাগী, বরগুনা প্রতিনিধি:- সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং তথ্যভিত্তিক পরিবেশ সাংবাদিকতায় পুরস্কার পেয়েছেন সাইদুল ইসলাম মন্টু। তিনি...