More

    আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে।

    এ ঘটনায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    থানাসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের রমেন বাড়ৈর স্ত্রী দিপালী রানেিক বিয়ের পর থেকে যৌতুকের জন্য শারীরিক নির্যাতন করে আসছে স্বামী ও তার পরিবারের লোকজন।

    তাদের চাহিদামত ৩ লক্ষ টাকা যৌতুক দিতে না পারায় বুধবার রাতেও স্ত্রী দিপালী রানীকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করে স্বামী রমেন বাড়ৈ ও তার পরিবারের লোকজন।

    নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে দিপালী রানী বাদী হয়ে স্বামী ও তাদের পরিবারের বিরুদ্ধে থানায় যৌতুক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    ওই মামলার প্রধান আসামি স্বামী রমেন বাড়ৈকে পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অনিয়ম বা গোষ্ঠীগত প্রভাব খাটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা – জেলা প্রশাসক

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেছেন, অনিয়ম বা...