More

    বরিশালে অটো ছিনতাইকালে ২ ছিনতাইকারী আটক

    অবশ্যই পরুন

    বরিশাল মেট্টোপলিটনের বন্দর থানা এলাকার চাঁদপুরা ইউনিয়ন পরিষদের পাশ থেকে ব্যাটারী চালিত অটোগাড়ী ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে আটক করে জনতা।

    জানা গেছে ২৯ জুন রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকা থেকে রোগী নেয়ার কথা বলে একটি অটোগাড়ী ভাড়া করে সৌরভ নামের এক যুবক।

    গাড়িটি নিয়ে চাঁদপুরা ইউনিয়ন পরিষদের পাশে নিয়ে অটো চালকের হাত পা বেধে বাগানের মধ্যে ফেলে রাখে। পথিমধ্যে এক ব্যবসায়ী বাড়ি যাওয়ার পথে দেখতে পায় একটি ছেলে কান্না করে আর বলে আমার অটো গাড়ি নিয়া যায় ধরেন।

    এমন সময় ওই ব্যবসায়ী মটর সাইকেল নিয়ে ধাওয়া করে অটোগাড়িটি আটক করে। এমন সময় অটোগাড়িতে থাকা গাড়ি চালক জানায় আরো একজন আছে তিনি মাহেন্দ্রা নিয়ে যাচ্ছে।

    এই কথা শুনে স্থানীয়রা ধাওয়া করে মাহেন্দ্রা চালককেও আটক করে। ঘটনাটি রাত সাড়ে ১০টার দিকে সোনালী নামক স্থানে স্থানীয়রা জরো হয়।

    বিষয়টি বন্দর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে ছুটে আসেন বন্দর থানার উপ-পুলিশ পরির্দশক(এসআই) জাহাঙ্গীর। তিনি এসে আসামীদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

    পুলিশ জানায় আসামী সৌরভ চন্দ্র দাস(২৫), চয়ন কুমার দাস(১৯) এর বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

    এঘটনায় অটোর মালিক কামরুল আহসান বাদী হয়ে ২ ছিনতাইকারীর বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

    বন্দর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান জানান, চুরি ছিনতাইয়ের বিরুদ্ধে বন্দর থানা পুলিশের কঠোর অবস্থান আছে। এঘটনায় মামলা হয়েছে আসামীদের আদালাতে সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পানির সংকটে ক্ষুব্ধ লালমোহন পৌরসভা নাগরিকরা

    ইউসুফ আহমেদ, ভোলা:  ভোলার লালমোহন পৌরসভার সরবরাহকৃত পানির সংকট তীব্র রূপ ধারণ করেছে। অধিকাংশ বাসা-বাড়িতে পানি পাচ্ছেন না নাগরিকরা।...