পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ‘র করোনা ভাইরাসের কোন উপসর্গ পাওয়া যায় নি।সম্প্রতি জাতীয় সংসদে পরিক্ষা করানোর পর করোনায় তার উপসর্গহীন বলে রিপোর্ট আসে। তবে তাকে দুইদিনের জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি থাকার জন্য বলা হয়েছে ।
তবে শারীরিকভাবে তিনি বর্তমানে বেশ সুস্থ্য আছেন। দুই দিন তিনি সিএমএইচ হাসপাতালে শারীরিক অবস্থার পর্যালোচনার করে দেখবেন প্রয়োজনে আরো দু একদিন চিকিৎসার জন্য থাকার পরে বাসায় চলে যাবেন।
প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ)জাহিদ ফারুক শামীম এমপি উপসর্গহীন বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে তার সাথে সাক্ষাৎ করে আসা শহীদ আঃরব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি তার এবং এই মুহুর্তে দেশের সকল করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থতা কামনায় বরিশাল বাসীর কাছে দোয়া চেয়েছেন।